ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতীতে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত উপজেলা সীমান্ত এলাকায় দারিদ্র সীমার নিচে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তা নৃ-গোষ্ঠীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও ফারুক আল মাসুদ এ চেক বিতরণ করেন। এসময় ৭৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে জনপ্রতি ৪ হাজার টাকা হারে মোট ৩ লক্ষ টাকা বিতরণ করা হয়। ওই সময় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মধ্যে সর্বোচ্চ ২০ হাজার, সর্বনিম্ন ১০ হাজার টাকা হারে ৮টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক, বিদায়ী উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, পিআইও আব্দুল মান্নানসহ সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। Related posts:নকলায় জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালিতশেরপুরে যথাযথ মর্যাদায় ঝাউগড়া গণহত্যা দিবস পালিতজাতীয় মৎস্য সপ্তাহ ॥ শেরপুরে মাছের পোনা অবমুক্ত করলেন জেলা প্রশাসক Post Views: ২৪৭ SHARES শেরপুর বিষয়: