শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫ শেরপুরে জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদ অনুসারে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের উদ্যোগে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ওই ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মো. আমিনুল ইসলাম। ওইসময় তিনি নিয়োগ কার্যক্রম অবাধ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে নিয়োগ ডিউটি নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার এবং ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। ব্রিফিংয়ে প্যারেডে টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহরোয়ার্দী হোসেন ও নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার। এছাড়াও ব্রিফিংয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, মেডিকেল অফিসার ড. শিবলী সামিউল তুষারসহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে এজেড ৭০০৬ হাইব্রিড ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিতঝিনাইগাতীতে একযুগ ধরে শিকলবন্দি মেহনাজের জীবন, অর্থাভাবে চিকিৎসা বন্ধশেরপুরে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জেলা যুব মহিলা লীগের শ্রদ্ধাঞ্জলি Post Views: ৩৪ SHARES শেরপুর বিষয়: