শ্রীবরদীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১ শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও চেক বিতরণ করেন শেরপুর ৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও পৌরসভার মেয়র মো আলী লাল মিয়া। এসময় অন্যান্যের মধ্যে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, বিটিভি ও দৈনিক সমকালের সাংবাদিক বাবু দেবাশীষ ভট্টাচার্য, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, শেরপুর জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি সালাউদ্দিন সালেম, উপজেলা প্রকৌশলী মো জাহাঙ্গীর হোসাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো মোশারফ হোসেন সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো জিয়াউর রহমান, যুবলীগ সভাপতি মো লিয়াকত হোসেন লিটন সহ উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জিয়াউর রহমান বলেন, উপজেলার অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০ টি পরিবারকে ১ শত ৫০ বান্ডিল ঢেউটিন ও প্রতি বান্ডিল ঢেউটিন এর বিপরীতে ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। Related posts:মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইগাতীতে ৫০টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারঝিনাইগাতীতে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন ইউপি চেয়ারম্যানশেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মাদক ব্যবসায়ীর ৮ মাসের কারাদণ্ড Post Views: ২০১ SHARES শেরপুর বিষয়: