নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০৫ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে গভীররাতে বন্যহাতির আক্রমণে ছুরতন নেছা ষাটোর্ধ্ব এক বিধবা বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছুরতন নেছা রাঙ্গীপাড়া মৃত রঞ্জু শেখ এর স্ত্রী। স্থানীয় সূূত্র জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার গভীর রাতে নালিতাবাড়ীর বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় তান্ডব চালায় একদল বন্যহাতি। একপর্যায়ে বৃদ্ধ ছুরতন নেছার ঘরে হানা দিয়ে তাকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে। বন বিভাগ জানায়, অতিসম্প্রতি ওই বৃদ্ধার বসতবাড়ি হাতি দ্বারা বিধ্বস্ত হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মধুটিলা রেঞ্জের কর্মকর্তা দেওয়ান আলী জানান, রাতভর মুষলধারে বৃষ্টি হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। এমনকি ইআরটি সদস্য ও বন বিভাগের লোকজনও ঘর থেকে বের হতে পারে নি। Related posts:শেরপুরে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালাচেয়ারম্যানের বিরুদ্ধে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ এনে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলনশ্রীবরদীতে এসএসসি ৯৪ ব্যাচের উদ্যাগে বিএনপি নেতা অকুল চৌধুরীকে বন্ধু সংবর্ধনা Post Views: ৫৫ SHARES শেরপুর বিষয়: