ঝিনাইগাতীতে সড়কের ভিত্তি প্রস্তর স্থাপনসহ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন সংসদ সদস্য

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আহাম্মদনগর-মোহনগঞ্জ বাজার সড়কের ৭ হাজার ১শত মিটার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, নকশী বিজিবি ক্যাম্পের পূর্ব পাশে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ এর ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বাকাকুড়া আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের খোঁজ-খবরসহ সার্বিক পরিদর্শন করেন স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন।
১৫ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় খোঁজ খবর ও পরিদর্শন শেষে বসবাসকারী ২৫টি পরিবারের মধ্যে প্রত্যেককে ৫শত টাকা করে নগদ অর্থ প্রদান করেন তিনি। পরে ঝিনাইগাতী সদরে নব-নির্মিত বাফার গোডাউন পরিদর্শন করেন তিনি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, উপজেলা প্রকৌশল মোজাম্মেল হক, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, ওসি তদন্ত সরোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ বেলায়েত হোসেন, জেলা পরিষদের সদস্য ও মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বর্তমান সভাপতি ফজিলা খাতুন শারমিন, সাধারণ সম্পাদক শাহ আলম, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রোকনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংঘঠনের শতাধিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এলজিইডি, শেরপুর এর বাস্তবায়নে চুক্তিকৃত ৮ কোটি ৮০ লক্ষ ৪৯ হাজার ৫ শত ৯৭ টাকায় এসআরএস ঠিকাদার প্রতিষ্ঠানটির পক্ষে আব্দুল মান্নান সোহেল এ সড়কটি নির্মাণ করছেন।