নালিতাবাড়ীতে ৩৮ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মে ২০, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ৩৮ বস্তায় ১১৪০ কেজি ভারতীয় জিরাসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে ) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার নালিতাবাড়ী টু কালাকুমা সড়কের মন্ডলিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের নূর মোহাম্মদের পুত্র ওমর ফারুক (৩২) ও তারানী গ্রামের রবি হোসেনের পুত্র আশরাফুল করিম রাসেল (৩০)। থানা পুলিশ সূত্র জানায়, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা জিরা ভটভটি গাড়ীতে করে নালিতাবাড়ীর দিকে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪ টার দিকে উপজেলার নালিতাবাড়ী টু কালাকুমা সড়কের মন্ডলিয়াপাড়া তারু মিয়ার বাড়ী সংলগ্ন পাকা রাস্তার উপর অবস্থান নেয় পুলিশ। এমন সময় নালিতাবাড়ীর দিকে আসা একটি ভটভটি গাড়ী থামনোর সংকেত দিলে গাড়ী থামিয়ে গাড়ীতে থাকা ৩ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে ২ জনকে গ্রেফতার করে পুলিশ এবং ভটভটি ভর্তি ৩৮ বস্তায় ১১৪০ কেজি জিরা ও ভটভটি গাড়ী জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। Related posts:ঝিনাইগাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ বেকারি মালিককে অর্থদণ্ডনালিতাবাড়ীতে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধারশেরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত Post Views: ১১৩ SHARES শেরপুর বিষয়: