ঝিনাইগাতীতে কিশোর-কিশোরী ক্লাবে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের অধীন সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপকরণের মধ্যে হারমোনিয়াম, তবলা, ক্যারাম বোর্ড, লুডু, দাবাসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ ৭টি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ। Related posts:নালিতাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যুপ্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ শেরপুর জেলার রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠিতনকলায় হামদ-নাত-ক্বেরাত ও বক্তৃতা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ Post Views: ১৮৮ SHARES শেরপুর বিষয়: