ঝিনাইগাতীতে কমিউনিস্ট পার্টির মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০ নিজস্ব সংবাদদাতা ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই শুক্রবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার ঐতিহাসিক আমতলা মেইন রোডে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ ও মানববন্ধনে রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পাট ও পাটশিল্প বাঁচাও, বছরে যতবার খুশি জ্বালানির দাম বৃদ্ধির জন্য সংসদে উত্থাপিত বিল প্রত্যাহার, স্বাস্থ্য খাতে দূর্নীতি-লুটপাট বন্ধ, সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত ও বিনা মূল্যে সকল নাগরিকের করোনা পরীক্ষা ও চিকিৎসা, বিদ্যুৎতের বাড়তি বিল প্রত্যাহার দাবী করা হয়। এসময় বক্তব্য রাখেন, সিপিবি শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য আবু আহাম্মেদ খান বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক ও শেরপুর সদর উপজেলা কমিটির সভাপতি সোলাইমান আহাম্মেদ, জেলা কমিটির সদস্য মহিউদ্দিন, ঝিনাইগাতী উপজেলা সম্পাদক মন্ডলী সদস্য ও সাবেক গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহিন মিয়া, উপজেলা শাখার সদস্য আব্দুস সামাদ, মিন্টু মিয়া, শহিদুর রহমান শান্ত, রবিউল আহাম্মেদ, সাবেক ছাত্র ইউনিয়নের ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি আনিছ আহাম্মেদ প্রমুখ। Related posts:নালিতাবাড়ীতে নানা আয়োজনে দু’দিনব্যাপী তথ্য মেলা শুরুশেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধারনালিতাবাড়ীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার Post Views: ৩৭৯ SHARES শেরপুর বিষয়: