শেরপুরে ফাঁসিতে ঝুলে বৃদ্ধের আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২১ শেরপুরে ২০ সেপ্টেম্বর সোমবার ভোরে মো. রিয়াজ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ বাড়ির পাশে কাঠ বাগানে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াজ উদ্দিন ওই এলাকা মৃত নিয়ত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ মো. রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সোমবার ভোররাতে কোন এক সময় সবার অজান্তে তার বাড়ির পাশে কাঠ বাগানের একটি গাছে গলায় মাফলার পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। ভোর ছয়টার দিকে পরিবারের লোকজন রিয়াজ উদ্দিনকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বন্দে আলী ও উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে রিয়াজ উদ্দিনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। Related posts:নালিতাবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারশ্রীবরদীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতনালিতাবাড়ীতে ২ দিনব্যাপী ‘ফাতেমা রাণী’র তীর্থ উৎসব শুরু Post Views: ২৭১ SHARES শেরপুর বিষয়: