নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২১

শেরপুরের নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ৫ বোতল বিদেশী মদসহ কাঞ্চন মারাক (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ১৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী বারোমারি মিশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাঞ্চন মারাক পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের সেকেন্দ্র দালবতের ছেলে। সোমবার সকালে মাদক আইনের মামলায় থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহাসহ সঙ্গীয় র‌্যাব সদস্যরা নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারোমারী মিশনের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। ওইসময় ৫ বোতল বিদেশী মদসহ কাঞ্চন মারাক নামে এক যুবককে গ্রেফতার করা হয়। জব্দকৃত মদের মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।

র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই ঘটনায় ধৃত কাঞ্চন মারাকের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।