শেরপুরে শ্রমিকনেতা সেলিম রেজার ১২তম মৃত্যুবার্ষিকী উপলেক্ষ জেলা যুব মহিলা লীগের উদ্যোগে খাবার বিতরণ

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর প্রয়াত শ্রমিকনেতা, শ্রমিকের নয়নমনি জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা চাউল কল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ৩নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর পিতা সেলিম রেজার ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর রবিবার শহরের বটতলাস্থ জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে দুস্থদের মাঝে ওই খাবার বিতরণ করেন জেলা যুব মহিলা লীগের অন্যতম নেত্রী মাহবুবা রহমান শিমু, লাভলী আক্তারসহ অন্যান্যরা।