১৪ নভেম্বর এসএসসি, ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১ চলতি বছরের এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আজ সোমবার এই দুই পরীক্ষার সময়সূচির অনুমোদন দেওয়া হয়। সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষার তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর। অন্যদিকে, এইচএসসি পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। পরীক্ষার সময়সূচি দেখতে ক্লিক করুন এখানে। সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে তিনটা, দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনা মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতি বছর ১ ফেব্রুয়ারি এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা হয়। এবার করােনার কারণে এসব পরীক্ষা পিছিয়ে নভেম্বর মাসে অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে নিয়মিত এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ডিসেম্বরে। Related posts:সব জেলা পরিষদে সমান সদস্য থাকছে না, বসানো যাবে প্রশাসকক্ষমতা ভোগের জন্য নয়, এটা দায়িত্ব : প্রধানমন্ত্রীবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিএমপির নবনিযুক্ত কমিশনারের শ্রদ্ধা Post Views: ২৪৭ SHARES জাতীয় বিষয়: