শ্রীবরদীতে আগুনে পুড়ল ২০ দোকান

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বাজারে আগুন লেগে ২০টি দোকানের মালামাল পুড়ে গেছে।
২৪ এপ্রিল শনিবার দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত। শ্রীবরদী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় লোকজন জানান, লকডাউন ও রমজানের কারণে শনিবার দুপুরে উপজেলার কর্ণঝোড়া মধ্য বাজারে লোকজন ছিল একেবারেই কম। এরই মধ্যে সোলায়মানের লেপতোষকের দোকানে আগুন লাগে। কিন্তু দোকান বন্ধ থাকায় কেউ ভেতরে ঢুকতে পারেনি। পরে ওই দোকানের আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
এরই মধ্যে পুড়ে যায় সার, বীজ, মুদি, টেইলার্স, চাল, ডাল, লেপতোষকসহ ২০ দোকানের মালামাল।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, ‘সোলায়মানের লেপতোষকের দোকানে থেকে প্রথমে ধোঁয়া বাইর হইতে দেখি। লকডাউনের কারণে দোকান বন্ধ থাকায় ভেতরে ঢোকা যায় নাই। তার একটু পরে আগুন ছড়িয়ে আশপাশের দোকানগুলোতে লেগে যায়।’
আরেক ব্যবসায়ী আব্দুল মজিদ বলেন, ‌‌‌‘আমার দোকানে চার লাখ টাকার মত জিনিস আছিল। আগুনে আমার সব শেষ হয়ে গেল। আমি এহন কী করে খামু?’
স্থানীয় আব্দুল মালেক বলেন, ‘আমরা অনেক চেষ্টা করছি দোকানগুলা বাচাঁনোর। কিন্তু আগুনের সঙ্গে তো আর পারা যায় না।’
শ্রীবরদী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনে ২০টি দোকান ঘর একেবারে পুড়ে গেছে। হিসাব করে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক বলা যাবে।’