স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডিএমপির আয়োজনে টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কাপ টেনিস টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে নকআউট পর্ব শেষে ফাইনালে অংশগ্রহণ করেন লাল দল আর সবুজ দল। তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় অবশেষে ২-১ সেটে সবুজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল দল। ২৯ সেপ্টেম্বর বুধবার খেলাটি বাংলাদেশ পুলিশ টেনিস কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয়।
খেলায় লাল দলের হয়ে অংশগ্রহণ করেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের জয়েন্ট কমিশনার (ক্রাইম) ইলিয়াস হোসেন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট কমিশনার (ক্রাইম) মো: আনিসুর রহমান বিপিএম বার, পিপিএম বার। আর সবুজ দলের হয়ে অংশ নেন সাবেক ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান টুকু।
বিজয়ী এবং রানারআপ দলকে সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ২৪ডটকম পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।