শেরপুরে পরিবহন চালক-শ্রমিকদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবহন চালক ও শ্রমিকদের নিয়ে শব্দ সচেতনতামূলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) ফরিদ আহমদ।

ওইসময় তিনি বলেন, সরকার জনগণকে সম্পৃক্ত করে শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শব্দদূষণের বিরুদ্ধে জনমত তৈরি করা করে এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় শব্দদূষণ সহনীয় পর্যায় নামিয়ে আনতে আমরা কাজ করে যাচ্ছি।
জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রুবেল মাহমুদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ কামাল কেয়া প্রমুখ।
শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহমেদের সার্বিক তত্বাবধানে পরিবহন চালক ও শ্রমিকদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়। কর্মশালায় পরিবহন চালক ও শ্রমিকদের শব্দ দূষণের বিষয়ে সচেতন করা, শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও শব্দ দূষণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়।