শেরপুরে সাবেক ছাত্রলীগ নেতা মেহেদীর ইন্তেকাল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২ শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানুর ছোট ভাই এবং জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মেহেদী (৪৩) আর নেই। তিনি বাসযোগে রাজধানী ঢাকা যাওয়ার পথে ৪ সেপ্টেম্বর রবিবার ভোররাতে বাসের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে-মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জানা গেছে, শনিবার দিবাগত রাতে সোনার বাংলা সার্ভিসের একটি নৈশকোচে ব্যক্তিগত কাজে রাজধানী ঢাকা যাচ্ছিলেন ইব্রাহিম খলিল মেহেদী। রবিবার ভোররাত ৩টার দিকে গাজীপুর এলাকা পৌঁছলে বাসের মধ্যেই স্ট্রোক করেন মেহেদী। পরে তকে রাজধানীর উত্তরা এলাকার বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার দুপুর ২টায় গৌরীপুর মৈত্রীবাড়ী মাঠে তার প্রথম নামাজে জানাজা ও বিকেল সাড়ে ৩টায় চরশেরপুর ইউনিয়নের বামনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে বামনেরচর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এদিকে ইব্রাহিম খলিল মেহেদীর অকাল মৃত্যুতে শেরপুরের বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে আইএসপিপি-যত্ন প্রকল্পের নগদ অর্থ বিতরণশেরপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতঝিনাইগাতীতে মহান বিজয় দিবস উদযাপন Post Views: ৪০০ SHARES শেরপুর বিষয়: