শ্রীবরদীতে হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২১

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শাহিন মিয়া (৩৬) পৌর শহরের খামারিয়া পাড়া গ্রামের আমির হামজার ছেলে। ১ লা অক্টোবর শুক্রবার দুপুরে খামারিয়া পাড়া এলাকার আইয়ুব আলীর চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরির দিকনির্দেশনায় শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে শ্রীবরদী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে শাহিন মিয়া কে ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। ওসি বিপ্লব কুমার বিশ্বাস গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত শাহিন পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দুটি মাদক মামলা ১ টি বিস্ফোরক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। শুক্রবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।