শ্রীবরদীতে বিট পুলিশিং ও সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাই এবং ট্রাফিক আইন সম্পর্কে গন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীবরদী উপজেলার সিএনজি,অটো রিস্কা,ইজিবাইক চালকদের সাথে বিট পুলিশিং ও সচেতনতা মূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীবরদী থানার উদ্যোগে পৌর শহরের বাস টার্মিনাল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাই প্রতিরোধে করণীয় এবং ট্রাফিক আইন সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিনিয়র পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন। শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মো: আবদুল্লাহ রানা সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীবরদী পৌরসভার মেয়র ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল মিয়া, শ্রীবরদীর খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক বার কমান্ডার জহুরুল হক মুন্সী। মতবিনিময় সভায় বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন শ্রীবরদী পৌরসভা ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শাজাহান কবির, সাংবাদিক ও কবি ফরিদ আহমেদ রুবেল, শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মো আবুল কাশেম মেম্বার, শ্রীবরদী উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো সুলতান মিয়া, উপজেলা অটোবাইক সোসাইটির সভাপতি মো ডালিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মো হামিদুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য মাসুদুর রহমান তালুকদার লাজু,সিএনজি শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা হারুনুর রশিদ কাতানি প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল হাশিম, শ্রীবরদী পৌরসভার দায়িত্বরত বিট পুলিশ কর্মকর্তা এসআই তাহেরুল ইসলাম, সহ গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আগত পাঁচ শতাধিক ব্যক্তিবর্গের মাঝে পুলিশের পক্ষ থেকে মাক্স বিতরন করা হয়। Related posts:নালিতাবাড়ী থানা পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামঝিনাইগাতীতে জাতীয় ভোটার দিবস উদযাপিতস্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদার করতে শেরপুরে বিশেষ প্রশিক্ষণ Post Views: ১৬৮ SHARES শেরপুর বিষয়: