ক্যাসিনো ব্যবসার প্রশ্রয়ে প্রশাসনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অবৈধ ক্যাসিনো ব্যবসার প্রশ্রয়ে প্রভাবশালী রাজনীতিবিদ বা প্রশাসনের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অনুমতি ছাড়া ক্যাসিনো চালানো হয়েছে, এজন্য অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।এসময় তিনি আরও বলেন, অনুমতি ছাড়া ক্যাসিনো চালানো হয়েছে। প্রশাসন যখন জেনেছে, তখনই অভিযান চালানো হয়েছে। ফকিরাপুলের অবৈধ ক্যাসিনোর মালিক যুবলীগ নেতার জড়িত থাকার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রভাবশালী রাজনীতিবদরা জড়িত কি-না, তা তদন্তের বিষয়। এই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের কেউ এই কারবারে প্রশ্রয় দিয়ে থাকলেও তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। Related posts:সরকারকে জীবনের পাশাপাশি জীবিকাকেও দেখতে হচ্ছে : কাদেরনারী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকারউপহারের টিকা বাংলাদেশকে হস্তান্তর করলো ভারত Post Views: ২৫২ SHARES জাতীয় বিষয়: