এক কোটি ফলোয়ারের মাইলফলকে হানিফ সংকেত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত। বর্তমানে তার ফেসবুক পেজে ফলোয়ার বা অনুসারীর সংখ্যা ১০ মিলিয়ন অর্থাৎ ১ কোটির ওপরে। এই মাইলফলক অর্জনের পর হানিফ সংকেত তার অনুসারীদের উদ্দেশে বৃহস্পতিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় কোটি হৃদয়েরও বেশি মানুষ দেশ বা বিদেশ, যে যেখান থেকে প্রাণ স্পর্শে-আনন্দ হর্ষে-সৎ আদর্শে-চিন্তার উৎকর্ষে-ভালোবেসে আমাদের এই ফেসবুক পেজে সহযাত্রী হয়েছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনাদের ভালোবাসায় আমরা ধন্য। শুভ কামনা সবার জন্য। ’ প্রসঙ্গত, ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর উপস্থাপনা করে দর্শকপ্রিয়তা পেয়েছেন হানিফ সংকেত। তিনি ১৯৮৯ সালে বিটিভিতে ‘ইত্যাদি’ অনুষ্ঠান শুরু করেন। এখনো ধারাবাহিকভাবে প্রতি মাসে একটি পর্ব প্রচার হচ্ছে। পাশাপাশি লেখক ও নাট্যনির্মাতা হিসেবেও হানিফ সংকেত পরিচিত। Related posts:সালমান শাহ’র ২৪ বছরেই কেন ডিক্লেয়ার হল বাচ্চা হবে না?এই রকম আরও অনেক ফোন আসতো: মাহিকরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেত্রী কবরী Post Views: ২০৬ SHARES বিনোদন বিষয়: