নকলায় পাখি শিকার করতে গিয়ে শিকারির মৃত্যু

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

শেরপুরের নকলায় ধানক্ষেত থেকে শাহজাহান (৫০) নামে এক পাখি শিকারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ অক্টোবর শনিবার সন্ধ্যায় উপজেলার কাজাইকাটা পূর্বপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহজাহান উপজেলার চিথলিয়া পূর্বপাড়া এলাকার কালু মিয়ার ছেলে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বি‌কে‌লে মোশারফ হোসেন নামে এক ব্যক্তির রোপা আমনের ধানক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। প‌রে পু‌লিশ‌কে খবর‌ দেয় তারা। পু‌লিশ সন্ধ্যায় ঘটনাস্থল থে‌কে শাহজাহানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় মরদেহের পাশে পাখি শিকারের ফাঁদ পাওয়া যায়।
স্থানীয়রা আরও জানায়, মাঝে মধ্যেই ওই ব্যক্তি পাখি শিকার করতে এখানে আসতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাখি শিকারের সময় স্ট্রোক করে ঘটনাস্থলেই মৃত্যুবরণ ক‌রেন তি‌নি।
নিহতের স্ত্রী হেনা আক্তার ব‌লেন, আমার স্বামী কৃষি শ্রমিক। সে প্রায় সময় বিভিন্ন জায়গাতে মাছ এবং‌ পাখি ধরতে যেত। শনিবার সকাল ১১টার সময় ফাঁদ নিয়ে পাখি শিকার করতে বের হয়। পরে আর বাড়িতে ফিরেনি। রাতে জানতে পারি আমার স্বামী মারা গেছে।
নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ ব‌লেন, আমরা সন্ধ্যার কিছু আগে স্থানীয় সূত্রে সংবাদ পাই কাজাইকাটা পূর্বপাড়া এলাকায় ধানক্ষেতে একটি মরদেহ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা কর‌ছি, তিনি পাখি শিকার করতে এসে স্ট্রোক করতে পা‌রেন। আমরা মরদেহটি থানা হেফাজতে নিয়ে এসেছি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।