শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা পুলিশের আয়োজনে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী।
মতবিনিময় সভায় ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত প্রমুখ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সকল থানা থেকে আগত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সকলের মতামত গ্রহণ করেন।
পরে সভাপতির বক্তব্যয় পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী বলেন, নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সবসময় সর্তক অবস্থানে রয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল সার্কেল ও থানার অফিসার ইনচার্জদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্তক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা ব্যবস্থাপনা রাখার আহ্বান জানান এবং যানজট নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও একমুখী যান চলাচল ব্যবস্থা নিশ্চিত করবে জেলা পুলিশ এই অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ, জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোঃ রেজাউল হক, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুশফিকুর রহমান, ঝিনাইগাতী থানার অফিসা ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, শহর পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।