শেরপুরে টিএমএসএস’র সদর শাখার উদ্বোধন ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১ আছাদুজ্জামান মোরাদ ॥ শেরপুরে বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ ভিত্তিক অলাভজনক এনজিও প্রতিষ্ঠান (টিএমএসএস) শেরপুর সদর শাখার উদ্বোধন করা হয়েছে। ৩ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে শেরপুর সদর শাখার উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল আহম্মেদ। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় শ্যামলি মালাকারের সঞ্চালনায় ও টিএমএসর (অপারেশন) পরিচালক মোঃ রেজাউল করিম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল আহম্মেদ। এসময় তিনি বলেন, টিএমএসএস বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ ভিত্তিক এনজিও। ১৯৮০ সালে অশোক ফেলো, প্রফেসর ডঃ হোসনে আরা বেগম বাংলাদেশের বগুড়ায় টিএমএসএস প্রতিষ্ঠা করেন। এটি একটি নারী ভিত্তিক বাংলাদেশী প্রতিষ্ঠান যা বাংলাদেশে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্য নিয়ে কাজ করে।টিএমএসএস বাংলাদেশের গ্রামাঞ্চলে সেবার মান উন্নত ও সুলভ্য করার জন্য এনসিসি ব্যাংক লিমিটেডসহ বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কর্মরত। ক্ষুদ্রঋণ ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিবেশ রক্ষা কার্যক্রম,সামাজিক উন্নয়নসহ অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে কাজ করে টিএমসএস। সদর শাখার উদ্বোধন ও ঋন বিতরন অনুষ্ঠানে অন্যানোদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অগ্রনী ব্যাংক শেরপুর অঞ্চলের মহাব্যবস্থাপক নূরে আলম সিদ্দিক, জাতীয় মহিলা সংস্থা শেরপুর জেলার চেয়ারম্যান নাসরিন রহমান ফাতেমা, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলাম, টিএমএসএমর ডিইডি সোহরাব আলী খান প্রমূখ। আলোচনা সভা শেষে শেরপুর সদর উপজেলার ২৬ জন পুরুষ/মহিলা উদ্দোক্তার মধ্যে মোট ১০ লক্ষ ৫৬ হাজার টাকা ঋনের চেক করা হয়। Related posts:ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণময়মনসিংহে এসএসসিতে পাসের হার ৮০.১৩ শতাংশ ॥ পাসের হারে এগিয়ে শেরপুরজাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শেরপুরে সংবাদ সম্মেলন Post Views: ৩১৮ SHARES শেরপুর বিষয়: