স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদার করতে শেরপুরে বিশেষ প্রশিক্ষণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১ শেরপুরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের (পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম জোরদারকরণ, স্থায়ী কমিটির কার্যক্রম বৃদ্ধি ও হোল্ডিং ট্যাক্স আদায় সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলাম, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা পারভীন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন প্রমুখ। কর্মশালায় জেলার ৪টি পৌরসভা ও ৫২টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন। Related posts:শ্রীবরদীতে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধারশেরপুর পৌর এলাকায় শীতার্ত মানুষের মাঝে আদরজান ফাউন্ডেশনের কম্বল বিতরণশেরপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ ১৪ মামলার আসামি গ্রেফতার Post Views: ১৬৭ SHARES শেরপুর বিষয়: