নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে নালিতাবাড়ীতে ৫ ব্যবাসায়ীকে জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯ নালিতাবাড়ী প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ও কদমতলী বাজারে নিষিদ্ধ পলিথিন বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এই অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলা সদরসহ বিভিন্ন হাট বাজারে দোকানীরা ব্যবসায় জিনিসপত্র বিক্রির সময় নিষিদ্ধ পলিথিন ব্যবহার করে আসছিলÑ এমন সংবাদের ভিত্তিতে কাকরকান্দি ও কদমতলী বাজারে পলিথিন বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ওই ২ বাজারের ৫ জন দোকানীকে নিষিদ্ধকৃত পলিথিন রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ও প্রায় ২ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া ওই ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Related posts:সরিষাবাড়ীতে গৃহবধূর মরদেহ উদ্ধারর্যাবের অভিযানে নান্দিনায় মদসহ গ্রেপ্তার ৩আবাসিক হোটেলে গোপন বৈঠকের অভিযোগে আওয়ামীপন্থি ১৯ ইউপি সদস্য আটক Post Views: ১৯২ SHARES সারা বাংলা বিষয়: