মাদককাণ্ডে জামিন হয়নি শাহরুখপুত্র আরিয়ানের

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২১

মাদককাণ্ডে জামিন পেলেন না বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান। ১৪ দিনের জন্য তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ৭ অক্টোবর বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি আদালত শুনানিতে আগামী ১১ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখার আবেদন করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কিন্তু এনসিবি হেফাজতে নয়, আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে কোভিড রিপোর্ট না থাকায় শুক্রবার পর্যন্ত এনসিবির হেফাজতেই থাকছেন আরিয়ান।

শুনানির আগে আদালতের বাইরে শাহরুখের গাড়ি দেখা যায়। আরিয়ানদের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন শাহরুখ খানের নিযুক্ত আইনজীবী। সেই অন্তর্বর্তী জামিনের শুনানি শুক্রবার বেলা ১১টায় ধার্য করেছেন আদালত।