শেরপুরে র্যাবের অভিযানে ২২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২১ শেরপুরে র্যাবের অভিযানে ২২ গ্রাম হেরোইনসহ মো. কাজল মিয়া (৩৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর)। ৮ অক্টোবর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইলশা গ্রামে অভিযান চালিয়ে ২২ গ্রাম হেরোইনসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের মো. ওহাব বেপারীর ছেলে। র্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ৮ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার ইলশা গ্রামস্থ ৬০ নম্বর ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঠের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. কাজল মিয়াকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ২২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। Related posts:নকলায় লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাশেরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিতশেরপুরে ১০ম গ্রেডের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ Post Views: ৩৩৫ SHARES শেরপুর বিষয়: