ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ৯ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্য অতিথিগণ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ধানশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। এতে হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ৩-০ গোলে ধানশাইল বালক দলকে পরাজিত করে। অপরদিকে রাংটিয়া বালিকা দল ১-০ গোলে ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। Related posts:শ্রীবরদীতে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধারশেরপুরে সড়ক দুর্ঘটনায় ডাম্প ট্রাক চালক নিহতশেরপুরে জাতীয় শোক দিবসে সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের শ্রদ্ধাঞ্জলি Post Views: ১৬০ SHARES শেরপুর বিষয়: