শেরপুর সদরের ১৪ ইউপিতে নৌকার মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২১

শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। ১১ অক্টোবর রাতে মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হচ্ছেন কামারেরচর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, চরশেরপুরে মো. রফিকুল ইসলাম মিল্টন, বাজিতখিলায় মোহাম্মদ আলী, গাজীরখামারে বর্তমান চেয়ারম্যান আওলাদুল ইসলাম, ধলাতে বর্তমান চেয়ারম্যান মো. রহিজ উদ্দিন, পাকুড়িয়ায় বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী, ভাতশালাতে বর্তমান চেয়ারম্যান নাজমুন নাহার, লছমনপুরে আব্দুল হাই, চরমোচারিয়ায় মিজানুর রহমান বাবুল তালুকদার, চরপক্ষীমারীতে বর্তমান চেয়ারম্যান মো. আকবর আলী, বলাইয়েরচরে মো. মনিরুল আলম, কামারিয়াতে সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান, রৌহাতে সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান সোহেল ও বেতমারী-ঘুঘুরাকান্দিতে বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল মজিদ।
মনোনয়ন পাওয়া ১৪ জনের মধ্যে ৭ জন বর্তমান চেয়ারম্যান। অন্য ৭ জনের মধ্যে ২ জন রয়েছেন সাবেক চেয়ারম্যান। আর বাকি ৫ জনই নতুন মুখ এবং তারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক। অন্যদিকে গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জিতলেও মনোনয়ন পাননি চরশেরপুর, রৌহা ও লছমনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানগণ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি মনোনয়নের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।