শ্রীবরদীতে হিন্দু সম্প্রদায়ের সাথে সংসদ সদস্য ফজলুল হক চাঁনের শুভেচ্ছা বিনিময় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। ১২ অক্টোবর মঙ্গলবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর শহরে অনুষ্ঠিত পূজামণ্ডপ গুলো পরিদর্শনে এসে তিনি হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি উপজেলার প্রত্যেক পূজামণ্ডপে তার ব্যক্তিগত তহবিল থেকে ২ হাজার টাকা করে অনুদান তুলে দেন পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের হাতে। ওইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি সালাউদ্দিন সালেম, শ্রীবরদী উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুশান্ত কুমার সোম মনা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ী-নকলার ভোগাই নদীর পাড় ভেঙ্গে নিম্ন অঞ্চল প্লাবিতবকশীগঞ্জে ভাইয়ের বাসায় বেড়াতে এসে গোসলে নেমে ডুবে মারলো রিফাত!গজনীতে দৃষ্টিনন্দন ভাসমান সেতু, ওয়াটার কিংডম ও প্যারাট্রবা উদ্বোধন করলেন জেলা প্রশাসক Post Views: ১৯১ SHARES শেরপুর বিষয়: