দেশের সার্বিক উন্নয়নে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ করে যাচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২১ ২০২৫ সালের মধ্যে দেশের সব পলিটেকনিক কলেজে পর্যাপ্ত শিক্ষা অবকাঠোমো নির্মাণের জন্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। বিশ্বের কোনো দেশেই সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব হয় না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ সবেমাত্র স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে। আমাদের এই পথপরিক্রমায় সরকারের পাশাপাশি বেসরকারি সহযোগিতা প্রয়োজন। ১২ অক্টোবর মঙ্গলবার বিকেলে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ‘নাহিদা জাহেদী ল্যাবরেটরি ভবন’ নির্মাণকাজের ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ করে যাচ্ছে সরকার। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জ মোকাবিলাসহ জাতীয় সক্ষমতা অর্জনে কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবপুঁজি সৃষ্টির লক্ষ্যে ড. কুদরাত-এ-খুদাকে প্রধান করে শিক্ষা কমিশন গঠন করেন। এ কমিশনের বৈশিষ্ট্য ছিল দক্ষতানির্ভর শিক্ষা। বিশ্বে যেসব দেশ দ্রুত উন্নতি অর্জন করেছে, তারা সবাই বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করেছে। আমরা পুরো কারিকুলাম পাঠ্যবই নতুন আঙ্গিকে করছি। আমরা শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করার চেষ্টা করছি। তিনি বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কারিগরি শিক্ষাকে উন্নত করতে হবে। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা খাতসহ নানা খাতে জাহেদী ফাউন্ডেশন এ উদ্যোগ আমাদের এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাদের মতো আরও অনেক সংগঠন আছে, যাদের সামর্থ্য ও ভালো কাজ করার ইচ্ছা আছে, তাদের দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। জাহেদী ফাউন্ডেশনের শিক্ষাসহায়তা কর্মসূচির অংশ হিসেবে ছয় কোটি টাকা ব্যয়ে ছয় তলাবিশিষ্ট আধুনিক ল্যাবরেটরি ভবন নির্মাণ অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফর্মাসিউটিক্যালের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জি এম আজিজুর রহমান প্রমুখ। Related posts:মাধ্যমিকের ৪০ লাখ শিক্ষার্থী উপবৃত্তি পাবে বিকাশে২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভর্তির প্রথম ধাপের ফল প্রকাশশেরপুরে অনলাইন স্কুল বিষয়ক মতবিনিময় সভা Post Views: ১৬৯ SHARES শিক্ষা বিষয়: