১১২ দিন পর শ্রেণিকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪ ঈদুল আজহার আগে গত ২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছুটি শুরু হয়। ছুটি শেষে ১ জুলাই শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সর্বজনীন পেনশনের নতুন স্কিম (কর্মসূচি) ‘প্রত্যয়’ প্রত্যাহারের দাবিতে ওই দিন থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অন্যদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়। শিক্ষক-শিক্ষার্থীদের পৃথক আন্দোলনে গত জুলাইয়ে কার্যত অচল হয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর কোটাবিরোধী আন্দোলনের কারণে ১৭ জুলাই হলসহ সবকিছু বন্ধ করে দেওয়া হয়। এরপর ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকারের পতনের পরে ৭ আগস্ট থেকেই হলে উঠতে শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা হলে উঠলেও ক্লাস-পরীক্ষা এতদিন বন্ধ ছিল। দীর্ঘ ১১২ দিন পর আজ রবিবার আবার শ্রেণিকক্ষে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৮টা থেকেই অনেক বিভাগের ক্লাস শুরু হয়। এদিন সব বিভাগের ক্লাস শুরু না হলেও কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, জীববিজ্ঞান অনুষদের বিভাগসহ বিভিন্ন ইনস্টিটিউটের বেশির ভাগই ক্লাস কার্যক্রম শুরু করেছে। দীর্ঘদিন পর একাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে ক্যাম্পাসে। আবারও দেখা যাচ্ছে সেই চিরচেনা ক্লাসের ফাঁকে বটতলার আড্ডা এবং ভিসি চত্বর ও কার্জন হল এলাকায় দোতলা লাল বাসের দীর্ঘ সারি। এদিকে, অন্য বর্ষগুলোর ক্লাস শুরু হলেও, প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর। Related posts:প্রাথমিকের জন্য কেনা হচ্ছে ৭৮ কোটি টাকার বইএসএসসি-এইচএসসিতে অটোপাস না পরীক্ষা, ঘোষণা চলতি সপ্তাহেআনন্দঘন পরিবেশে হবে প্রাথমিকের পাঠদান Post Views: ২১৪ SHARES শিক্ষা বিষয়: