ভুয়া এএসপি পরিচয়দানকারী ঝিনাইগাতীর সোলাইমান ফুলপুর থানা পুলিশের হাতে গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২১ হারুন অর রশিদ দুদু : ময়মনসিংহ জেলার ফুলপুরে গত ১১ অক্টোবর সোমবার দিবাগত রাতে রুপসী গ্রামে পুলিশের এএসপি পরিচয়দানকারী ভুয়া এএসপি সোলাইমানকে আটক করেছে ফুলপুর থানা পুলিশ। আটককৃত ভুয়া এএসপি সোলাইমান (৩৫) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কোচনী পাড়া গ্রামের শাহজাহানের ছেলে। ফুলপুর থানা সূত্রে জানা গেছে, সোলাইমান কবির নিজেকে ৪০তম বিসিএস এর এএসপি হিসেবে পরিচয় দিয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রুপসী গ্রামে জৈনক রিপা (ছদ্দ নাম) এর সাথে ফেইসবুকে পরিচয় ও বন্ধুত্ব হয়। অপরদিকে রিপা শেরপুর সরকারী কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ফাইনাল বর্ষে অধ্যায়নরত। এক পর্যায়ে সোলাইমান রিপাকে বিবাহের প্রস্তাব দিলে সোলাইমানকে রিপা তাদের বাড়ীতে যেতে বলেন। রিপার কথা মত সোমবার দিবাগত রাতে সোলাইমান বিবাহের প্রস্তাব নিয়ে রিপার গ্রামের বাড়ী রুপসী গ্রামে গেলে সোলাইমানের কথাবার্তায় রিপার পরিবারের সন্দেহ হয়। রিপার পরিবার সোলাইমানকে কৌশলে বসিয়ে রেখে ফুলপুর থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে রিপাদের বাড়ীতে গিয়ে সোলাইমানকে পুলিশের হেফাজতে নিয়ে সরকারী বুট, একটি মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করেন। পরে তার বিরুদ্ধে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং-১৬, তারিখ ১২/১০/২০২১ ধারা ১৭১/৪২০ দঃবিঃ। ১২ অক্টোবর মঙ্গলবার সকালে আদালতে সোর্পদ করলে মহামান্য আদালত ভুয়া এএসপি সোলাইমানকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ ব্যাপাের ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ভুয়া এএসপি পরিচয় দানকারী সোলাইমানের বিরুদ্ধে নানান অভিযোগ পাওয়া গেছে। সে বিভিন্ন পরিচয়ে প্রায় ৩০/৪০ জন মেয়ের সাথে অনুরুপ সর্ম্পকের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। Related posts:শেরপুরে সততা ডায়াগনোষ্টিক এন্ড হাসপাতালের চেয়ারম্যান হলেন আরিফ রেজানালিতাবাড়ীতে অভিমানে চতুর্থ শ্রেণির ছাত্রের আত্মহত্যাডিএমপি’র যুগ্ম কমিশনার (ক্রাইম) আনিসুর রহমানকে ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশনের শুভেচ্ছা Post Views: ১,০৫৪ SHARES শেরপুর বিষয়: