নকলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেলন নবাগত ইউএনও মোস্তাফিজুর রহমান

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২১

শেরপুরের নকলা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এবং উপস্থিত সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ১২ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। ওইসময় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন তথা নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ওইসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, নকলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি হযরত আলী, দৈনিক তথ্যধারার উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদ, দৈনিক যায়যায়দিন’র উপজেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু, দৈনিক আজকের বাংলাদেশের স্টাফ রিপোর্টার শফিউজ্জামান রানা, বিজয় টিভির উপজেলা প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, চ্যানেল এস’র উপজেলা প্রতিনিধি শাহাজাদা স্বপন, দৈনিক আলোকিত বংলাদেশের উপজেলা প্রতিনিধি মোশারফ হোসাইন, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবু, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি খন্দকার জসীম উদ্দিন মিন্টু প্রমুখ।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এ এম ফিরোজ, যুগ্ম সম্পাদক তাসনিমুল হাসান নির্ভীকসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে নকলা প্রেসক্লাবের পক্ষ থেকে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।