শেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২১ শেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা (সেপ্টেম্বর-২০২১) অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। ওইসময় তিনি বলেন, সরকার সমাজের অসহায় ও গরিব মানুষগুলোও যেন ন্যায়বিচার পায়, সেজন্য তাদেরকে লিগ্যাল এইডের আওতায় বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। এতে তাদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত হচ্ছে। সভায় আরও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর, পুলিশ সুপার চৌধুরী হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা জুলফিকার হোসাইন রনি। সভায় অন্যান্য বিচারকগণসহ লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীর গারো কোচ হাজং পল্লীতে মাস্ক সাবান ও লিফলেট বিতরণশ্রীবরদীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে আলোচনা সভা অনুষ্ঠিতশেরপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Post Views: ২৫০ SHARES শেরপুর বিষয়: