সরকারি সফরে দক্ষিণ কোরিয়ায় গেলেন সেনাবাহিনী প্রধান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে রবিবার রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। কোরিয়া প্রজাতন্ত্রের চিফ অব স্টাফ জেনারেল ন্যাম ইয়ং শিনের আমন্ত্রণে সিউলে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন-২০২১ এ অংশ নেবেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। সফরকালে দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষামন্ত্রী, জয়েন্ট চিফ অব স্টাফ, সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। সাক্ষাতকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। সফর শেষে আগামী ২৩ অক্টোবর তিনি দেশে প্রত্যাবর্তন করবেন। Related posts:ভোটের মাঠে নামল সশস্ত্র বাহিনীকরোনাভাইরাস থেকে মুক্তির জন্য সংসদে কান্নাজড়িত কণ্ঠে মুক্তির প্রার্থনানতুন উপদেষ্টা হিসেবে যাদের নাম জানা গেল Post Views: ১০৬ SHARES জাতীয় বিষয়: