শেরপুরে শেখ রাসেল দিবসে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১ ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরেও প্রথমবারের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর সোমবার সকাল সাতটায় জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ মোমুনির রশীদ। ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তগণ উপস্থিত ছিলেন। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা ছাত্রলীগ ও বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রধানগণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে শেখ রাসেলের রূহের মাগফেরাত কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জুম মিটিং অ্যাপে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। Related posts:শ্রীবরদীতে মশা তাড়াতে জ্বালানো আগুনে জ্বললো বাড়ি, পুড়ে মরলো শিশুশেরপুরে এনএসআই’র অভিযানে ট্রাক ভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ॥ চালক আটকনকলায় বাল্যবিয়ের অপরাধে কনের মায়ের অর্থদন্ড Post Views: ১৪০ SHARES শেরপুর বিষয়: