নালিতাবাড়ীর নাকুগাঁও বন্দরে বিস্ফোরণে শ্রমিক আহত

প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২১

শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে পাথর ভাঙার সময় বোমা বিস্ফোরণে র‌নি মিয়া (১৪) না‌মে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। ২২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বন্দ‌রের পা‌শে ভাড়া বাসায় ওই ঘটনা ঘ‌টে। রনি উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামের চাঁন মিয়া ছেলে। ধারণা করা হ‌চ্ছে, পাথর ভাঙার বোমাটি কোন কারণে পাথর খনিতে অবিস্ফোরিত রয়ে যায়। পরবর্তীতে ভুটান থেকে পাথর আমদানীর সময় পাথরের সাথে মিশে বোমাটি নাকুগাঁও বন্দরে চলে আসে।

আহত র‌নির প‌রিবার ও বন্দর সূত্রে জানা যায়, শুক্রবার নাকুগাঁও স্থলবন্দরের পাথর কোয়ারিতে কাজ করছিল রনি। বি‌কেল পাঁচটার দিকে পাথরের মাঝে ছোট একটি ইলেক্ট্রনিক ডিভাইসের মতো কিছু একটা পেয়ে কৌতুহলবশত হাতে নেয়। পরবর্তী‌তে কাউ‌কে কিছু না ব‌লে বন্দরের পা‌শেই তার ভাড়া নেওয়া ঘরে যায়।
পরে ঘ‌রে গি‌য়ে সেটিকে নাড়াচাড়া কর‌তে থাকে। একপর্যায়ে ডিভাইসে লাগানো দুটি ক্যাবল এক সাথে লাগানোর চেষ্টা করে। এ সময় ওই ডিভাইস‌টি বিস্ফোরিত হয়। এতে সে অজ্ঞান হয়ে প‌ড়ে। প‌রে রনির নানী হরবলা আহত র‌নিকে নি‌য়ে উত্তর কাপাশিয়া নিজ গ্রামে যায়। সেখা‌নে র‌নির শারীরিক অবস্থা খারাপ হলে রাত নয়টার দিকে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন ব‌লেন, র‌নির বাম হাত ও পায়ে বেশি জখম হয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্নস্থা‌নে ক্ষত হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়েছে।
না‌লিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ ব‌ছির আহ‌ম্মেদ বাদল ব‌লেন, বিষয়টি সম্প‌র্কে জানতে পেরেছি। পরবর্তী‌তে বন্দরে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।