শেরপুরে বিএমএ’র উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সম্প্রীতি সমাবেশ

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১

‘সাম্প্রদায়িক সহিংসতা; রুখে দাঁড়াও বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে শেরপুরে বাংলাদেশ মেডিকেল এ্যাসোয়িশেন (বিএমএ), শেরপুর জেলা শাখার উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর রবিবার সকালে শেরপুর জেলা সদর হাসপাতাল চত্বরে ওই সমাবেশের আয়োজন করা হয়।

জেলা বিএমএ’র সভাপতি ডা. এম এ বারেক তোতার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, জেলা স্বাচিপ সভাপতি ডা. এ টি এম মামুন জোশ, জেলা স্বাচিপ ও বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. নাদিম হাসান, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোবারক হোসেন ও ডা. খাইরুল কবীর সুমন, নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আমরা ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে বাঙালি পরিচয়ে এক হয়ে বসবাস করতে চাই। এই স্বাধীন বাংলায় সাম্প্রদায়িক সহিংসতা কোনভাবেই কাম্য নয়। সমাবেশে জেলা বিএমএ’র অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।