স্পিনে সতর্ক, নজর ওপেনিংয়ে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯ ক্রীড়া ডেস্ক : চট্টগ্রামে এসেই মোসাদ্দেক হোসেন বলেন, আফগান স্পিনারদের খেলা সহজ কাজ নয়। টেস্ট, টি-২০ ম্যাচে বাংলাদেশ দল তার প্রমাণ পেয়েছে। ভালো বোলিংকে তাই ভালো বলতে হবে। খেলতে হবে সাবধানী ক্রিকেট। কিন্তু বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে আফগান স্পিনারদের বিপক্ষে অতি উৎসাহী শট খেলতে দেখা গেছে। সুইপ-স্কুপের মতো শট নিতে গিয়ে উইকেট বিলিয়ে ফিরেছেন বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভরা। ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জি তার শিষ্যদের আরও একবার এ নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন। সঙ্গে ওপেনিংয়ে ভালো ব্যাটিং করার, জুটি গড়ার দিকে ব্যাটসম্যাসদের মনোযোগ দিতে জোর দিয়েছেন তিনি। শুক্রবার অনুশীলনে ব্যাটিং কোচ কাজ করেছেন লিটন দাস, নাঈম শেখ এবং নাজমুল হোসাইন শান্তদের নিয়ে। ব্যাটিংয়ের সময় বাড়তি সতর্কতা নিয়ে স্পিন সামলানোর কৌশল নিতে বলেছেন তিনি। উইকেটে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকবে না বলে ইঙ্গিত পাওয়া গেছে। তারপরও রশিদ-মুজিবদের সাবধানে সামলাতে বলেছেন কোচ। আফগানদের বিপক্ষে টানা চার টি-২০ ম্যাচে হেরেছে বাংলাদেশ। চারটি ম্যাচেই আফগান স্পিনাররা টাইগারদের ভুগিয়েছে। সর্বশেষ চার ম্যাচে ২০ উইকেট নিয়েছেন আফগান স্পিন ত্রয়ী রশিদ-মুজিব-নবী। ম্যাকেঞ্জি তাই টপ অর্ডারের প্রায় সব ব্যাটসম্যানকে অনুশীলনে সোজা ব্যাটে খেলার পরামর্শ দিয়েছেন। বার বারই ‘ভি’ এর মধ্যে খেলার নির্দেশ দিয়েছেন ব্যাটসম্যানদের। আফগান স্পিন ত্রয়ীকে মিডঅন ও মিডঅফে বেশি খেলার পরামর্শ দিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ শেষ দুই ম্যাচে (আফগানিস্তান ৪৪, জিম্বাবুয়ে ৬২) এই ফরমুলা মেনেই নাকি ভালো খেলেছেন। ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি শুক্রবার লিটন দাসের সঙ্গে বেশ কিছুক্ষণ কাজ করেছেন। তার সঙ্গে হেড কোচ রাসেল ডমিঙ্গোও যোগ দেন। দু’জন লিটনকে বোঝানোর চেষ্টা করেন স্পিনের বিপক্ষে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। কিন্তু তাকে ক্রিজে গিয়েই স্লগ সুইপ, স্কুপের মতো শট খেলা থেকে নিজেকে নিবৃত রাখতে হবে। এছাড়া ব্যাটিংয়ের সময় লিটন দাসের বোডি ল্যাঙ্গুয়েজ নিয়েও আছে প্রশ্ন। এ নিয়েও তাকে দেওয়া হয়েছে নির্দেশনা। জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক সাকিব আল হাসান মাথার ওপর দিয়ে তুলে মারতে গিয়ে লং অফে সহজ ক্যাচ দিয়ে আউট হন। শুক্রবার নেটে ওই শটটি তিনি অসংখ্যবার অনুশীলন করেছেন। আফগানদের বিপক্ষে যেন এ শট খেললে কোনো ভুল না হয় সেটাই ছিল তার উদ্দেশ্য। দলের আরও দুই সিনিয়র সদস্য মুশফিক-মাহমুদুল্লাহও অভ্যস্ত শটগুলোই বেশি অনুশীলন করেন। বাংলাদেশের সম্ভব্য একাদশ: লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান। আফগানিস্তানের সম্ভব্য একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, শফিকুল্লাহ, নাজিবুল্লাহ জাদরান, আসগর আফগান, মোহাম্মদ নবী, ফজল নিয়াজি, গুলবাদিন নাঈব, রশিদ খান, ফরিদ আহমেদ, মুজিব উর রহমান। Related posts:সাফে থাকছেন না জেমি, বাংলাদেশের কোচ অস্কারমোসাদ্দেকের নেতৃত্বে সিরিজ জয়ের লড়াই বাংলাদেশেরপাকিস্তানের কোচ হওয়ার জন্য কমিটি থেকে সরে দাঁড়ালেন মিসবাহ Post Views: ২২২ SHARES খেলাধুলা বিষয়: