আজ মাঠে থাকছে চার পেসারের বাংলাদেশ! অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : চোট যথেষ্টই গুরুতর। তিনটি সেলাই পড়েছে বাঁ হাতে। ব্যান্ডেজও খোলা হয়নি। এরপরও শুক্রবার দলের অনুশীলনে আমিনুল ইসলাম বিপ্লব। হাতে ব্যান্ডেজ নিয়েই অনেকটা সময় বোলিং অনুশীলন করলেন। তবে কি পুরোপুরি ফিট না হয়েও আজ আফগানিস্তানের বিপক্ষে ফাইনালের মহড়ায় নেমে পড়বেন বুধবার অভিষেকেই জিম্বাবুয়ের বিপক্ষে আলো ছড়ানো তরুণ এই লেগস্পিনার? দল সূত্রের খবর, আজকের ম্যাচে তার খেলার সম্ভাবনা বলতে গেলে শূন্যের কোঠায়। তাই যদি হয়, একাদশে অন্তত একটা পরিবর্তন নিশ্চিত। জানা গেছে, সেই পরিবর্তনটা বদলে দেবে বোলিং আক্রমণভাগের চেহারা। একাদশে দেখা যাবে চার পেসার!আফগান ব্যাটসম্যানদের পেশিশক্তির কথা অজানা নয় কারও। তাদের থামিয়ে রাখতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেটে প্রস্তুতি সারলেন বোলাররা। পেসারদের নিয়ে অনেকটা সময় কাটালেন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলামের সঙ্গে অনুশীলনে বেশ চনমনে দেখাল রুবেল হোসেনকেও। দল সূত্রে জানা গেছে, আজ একাদশে স্পিনার আমিনুলের জায়গা নেবেন ডানহাতি এই পেসারই। খেলবেন মোস্তাফিজ, সাইফউদ্দিন আর শফিউলও।দলপতি সাকিব আর তাইজুল ইসলামের সঙ্গে স্পিন আক্রমণ সামাল দেওয়ার জন্য মাহমুদল্লাহ রিয়াদ আর আফিফ হোসেন আছেন। আছেন মোসাদ্দেক হোসেনও। এমতাবস্থায় চাইলে একজন বাড়তি ব্যাটসম্যান নিয়েও মাঠে নামতে পারে বাংলাদেশ। কিন্তু স্পিনের বিপক্ষে আফগান ব্যাটসম্যানদের দক্ষতা এবং পেস বোলিংয়ের বিপক্ষে খানিক দুর্বলতা ভিন্ন কিছু ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছে, ‘আফগানরা স্পিন ভালো খেলে। সেই হিসেবে এই ম্যাচে চারজন পেসার খেলানোর কথা চিন্তা করছি।’ত্রিদেশীয় সিরিজে দুই দলের প্রথম সাক্ষাতে বাংলাদেশের স্পিনাররা সুবিধা করে উঠতে পারেননি, সেটাও চার পেসার নিয়ে একাদশ সাজানোর ভাবনাকে জোরাল করেছে। ওই ম্যাচে দারুণ বোলিং করে চার উইকেট নিয়েছিলেন সাইফউদ্দিন। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে সফল ছিলেন আরেক পেসার শফিউলও। শুক্রবার অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া এই পেসারের কাছে জানতে চাওয়া হয়েছিল বোলিং আক্রমণ নিয়ে দলের পরিকল্পনার কথা। কিন্তু পরিষ্কার করে কিছু জানাতে পারেননি তিনি, ‘এটা টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। তবে স্পিনার হোক আর পেস বোলারÑ যেই খেলুক, শক্তির জায়গাটা ঠিক রাখতে পারলে ভালো করা সম্ভব।’পেসারদের জন্য কোচের আলাদা নির্দেশনা আছে। সেটা স্বীকারও করলেন শফিউল। ২৯ বছর বয়সি ডানহাতি এই পেসার বললেন, ‘অবশ্যই। আমাদের জন্য তো পরিকল্পনা থাকেই। আমরা (পেসাররা) যত ভালো করব, ব্যাটসম্যানদের কাজটা তত সহজ হবে। আমাদের চেষ্টা থাকবে (প্রতিপক্ষকে) কম রানে আটকে দেওয়া। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করা।’ সঙ্গে যোগ করলেন, ‘অনেক সময় রান আটকানো আবার অনেক সময় উইকেট প্রয়োজন হয়। যখন যেটা প্রয়োজন সে রকম বোলিংই করতে চাই।’ Related posts:পাত্তাই পেল না পাকিস্তান, টি-টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ডেরশিরোপা জিততে বাংলাদেশের টার্গেট ১৭৮ রানবঙ্গবন্ধু বিপিএলে ৪৬ ম্যাচ, ফাইনাল ১৮ জানুয়ারি Post Views: ২৪০ SHARES খেলাধুলা বিষয়: