আরিয়ানের আগমনে সেজেছে মান্নাত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১ ২৮ দিন পর ঘরে ফিরছে ছেলে, তাই মান্নাতে চলছে সাজসাজ রব। শুক্রবার বিকেল থেকে চলছে ঘার সাজানোর কার্যক্রম। মাদককাণ্ডে বৃহস্পতিবার জামিন মঞ্জুর হওয়ার পরেও দু-রাত আর্থার রোড জেলেই কাটল আরিয়ান খানের। শনিবার সকালে জেল থেকে ছাড়া পাওয়ার কথা রয়েছে শাহরুখ-গৌরী পুত্রের। গত চার সপ্তাহ ধরে ছেলের উপর দিয়ে যে ঝড় বয়ে গেল তা অজানা নয় তারকা দম্পতির। সেই কারণেই ‘রাজপুত্র’র জন্য সবরকম বন্দোবস্ত করে রেখেন বাবা-মা। শুক্রবার বিকেলে মান্নাতের ছাদজুড়ে আলোর ঝলকানি দেখা যায়। মান্নাতে এবার সময়ের আগেই দিওয়ালি এসেছে তা স্পষ্ট। শুক্রবার দুপুর গড়িয়ে যাওয়ার পর আরিয়ানের জামিনের শর্ত জারি করে বম্বে হাই কোর্ট। সব শর্ত পূরণের জন্য আগেভাগেই তৈরি ছিল আরিয়ানের লিগ্যাল টিম। তবুও আইনি প্রক্রিয়া পূরণ করতে নির্দিষ্ট সময় পার হয়ে যায়। বিকাল সাড়ে ৫টার মধ্যে আর্থার রোড জেলে পৌঁছায়নি আরিয়ানের জামিনের শিলমোহর দেওয়া নথি, তাই জেল কর্তৃপক্ষ জানিয়ে দেয় শনিবার সকালে মুক্তি পাবেন আরিয়ান। Related posts:সুশান্তের মৃত্যুর তদন্তে এবার কঙ্গনা রানাউতকে নোটিসআলোচিত শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানির এবার বলিউডে অভিষেকঅ্যাম্বুলেন্সেও জীবিত ছিলেন সুশান্ত, নতুন চাঞ্চল্যকর তথ্যে তোলপাড়! Post Views: ১৬১ SHARES বিনোদন বিষয়: