মসিকের উন্নয়নে বিভিন্ন প্রকল্প প্রদান করেছেন প্রধানমন্ত্রী : মেয়র টিটু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২১ ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রী ময়মনসিংহ সিটির উন্নয়নে বিভিন্ন প্রকল্প প্রদান করেছেন। সম্প্রতি তিনি সিটির উন্নয়নে ১৫৭৫ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এ প্রকল্প থেকে আজ প্রথম কাজের উদ্বোধন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। ৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে আকুয়া মোড়লপাড়া এলাকার হাবুন ব্যাপারী মোড়ে মাকরজানি খাল থেকে হাবুন ব্যাপারী মোড় হয়ে আকুয়া খাল পর্যন্ত ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন মেয়র। তিনি বলেন, করোনায় আমাদের গতি কিছুটা বাধাগ্রস্ত হলেও আমাদের প্রচেষ্টা ও সকলের সহযোগিতায় দ্রুত কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব। পরিকল্পিত ও আধুনিক ময়মনসিংহ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মেয়র আরও বলেন, উন্নয়নকাজ যেন টেকসই হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, জনগণের অর্থের অপব্যবহার কোনভাবেই সহ্য করা হবে না Related posts:মধ্যরাতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে, শেরপুরের একই পরিবারের ৪জনসহ নিহত ৮বাংলাদেশ সীমান্তে ফের মিয়ানমারের যুদ্ধবিমান থেকে গোলা নিক্ষেপজামালপুরে নারী উদ্যোক্তার মাঝে পাওয়ার টিলার বিতরণ Post Views: ২৩৯ SHARES সারা বাংলা বিষয়: