ঝিনাইগাতীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১ হারুন অর রশিদ দুদু : সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১৪ নভেম্বর রবিবার সকালে পদার্থ বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে ২০২১ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিন ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ১ হাজার ৫ শত ৯৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা ছিল। তন্মধ্যে ৭০ জন অনুপস্থিত থাকায় ১ হাজার ৫ শত ২৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। সুষ্ঠু ভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রগুলো পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান। পরীক্ষার মূল কেন্দ্র, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভেন্যু কেন্দ্রগুলো হচ্ছে, ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজ, ডাঃ সেরাজুল হক টেকনিক্যাল কলেজ, আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়, দিঘীরপাড় ফাযিল মাদ্রাসা। Related posts:নকলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিতনালিতাবাড়ীতে দুস্থ আনসার ভিডিপির ৩শ সদস্যদের মাঝে ত্রান বিতরণশেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক বিক্রেতাকে কারাদণ্ড Post Views: ২০৭ SHARES শেরপুর বিষয়: