ঝিনাইগাতীতে জিংক ধান ব্রি ধান ৭২ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২১

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে, হারভেষ্টপ্লাস বিংস প্রকল্পের আয়োজনে জিংক ধান ব্রি ধান ৭২ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফরহাদ হোসেন, এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রজেক্ট অফিসার মানিক দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল আমিন ও মঞ্জুরুল ইসলাম, সুপারভাইজার তুহিন ইসলাম ও সবুজ রানা। এসময় বক্তারা জিংক’-এর প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, জিংকের অভাবে শিশুদের ক্ষুধা মন্দা, বয়ঃসন্ধিকালে শারীরিক বৃদ্ধিসহ মা ও শিশুর জন্য জিংক এবং আয়রন অত্যন্ত প্রয়োজন। তাই জিংক সমৃদ্ধ ব্রিধান ৭২ ফসল ফলানো খুবই প্রয়োজন। মাঠ দিবসে এলাকার ১৮০ জন কৃষক-কৃষানীগণ উপস্থিত ছিলেন। বন্দভাটপাড়া এলাকার মোঃ ফরিদ মিয়ার প্রদর্শনীতে নমুনা ফসল কর্তন করে হেক্টর প্রতি ৬.১১ টন ফলন পাওয়া যায়। উপস্থিত সকলে উক্ত ফলনে খুশি হন এবং আগামী বোরো মৌসুমে জিংক ধান ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ৮৪ চাষাবাদ করবেন বলে জানান।