নেত্রকোনায় ঘর থেকে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১ নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকার একটি ভাড়া বাসার কক্ষ থেকে দুই বছরের শিশুপুত্রসহ বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তিরা হলো আবদুল কাইয়ুম (৩২) ও তার দুই বছরের ছেলে আহনাব শাকিল। আবদুল কাইয়ুম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরের খামার গ্রামের আক্কাস সরদারের ছেলে। তিনি নেত্রকোনায় ওষুধ প্রশাসনে চাকরি করতেন এবং শহরের নাগড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী সন্তানসহ বসবাস করতেন। নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সন্তানকে হত্যার পর ফাঁসিতে ঝুলে আবদুল কাইয়ুম নিজেও আত্মহত্যা করেন। ময়না তদন্তের জন্য দুজনের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। Related posts:পাহাড়ী ঢলে নেত্রকোণায় বাঁধের ভাঙন ঠেকিয়ে ফসল রক্ষার চেষ্টাময়মনসিংহে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে আহত ওসিদেওয়ানগঞ্জে মক্তবে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ঈমাম গ্রেফতার Post Views: ২৫৮ SHARES সারা বাংলা বিষয়: