নকলায় ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১ শেরপুরে আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে ঘটনাটি ঘটে। এ সময় চন্দ্রকোনা ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী সাজু সাইদ ছিদ্দিকী (নৌকা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী কামারুজ্জামান গেন্দুর (আনারস প্রতীক) সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে খবর পেলে নকলা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নকলা উপজেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেজিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে। চন্দ্রকোনা বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এছাড়া ওই এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। Related posts:শেরপুরে শিশুশ্রম বন্ধ, বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের দাবিশ্রীবরদীতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নিলুফা আক্তারশেরপুরের শ্রীবরদীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Post Views: ২১৬ SHARES শেরপুর বিষয়: