শেরপুরে কবর খুঁড়ে ১১ কঙ্কাল চুরি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২ শেরপুরে কবর খুঁড়ে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, রাতের কোন একসময় চোরচক্র কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে।রোববার (২ জানুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার রৌহা ইউনিয়নের হালগড়া স্কুল সংলগ্ন ফটিয়ামারী সার্বজনীন কবরস্থানে এ ঘটনা ঘটে। এসময় একটি কবরে কঙ্কাল ফেলে চলে যায় চক্রটি। স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম জানান, ফটিয়ামারীর সবচেয়ে বড় কবরস্থান এটি। সোমবার সকালে স্থানীয় লোকজন দেখেন বেশ কয়েকটি কবরের মাটি খোঁড়া। পরে সেগুলোতে দেখা যায়, ১১টি কঙ্কাল নেই। ধারণা করা হচ্ছে, সোমবার রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। তবে একটি কবরের কঙ্কাল চক্রটি ফেলে রেখে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। বাকি কবরগুলোর নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছেন স্বজনরা। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনছুর আহম্মেদ বলেন, বিষয়টি নিয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে Related posts:ঝিনাইগাতীতে ভর্তুকিতে ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন পেল কৃষকঝিনাইগাতীতে নলকুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মজনু মিয়াঝিনাইগাতীতে এসআইএল এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Post Views: ২৭৬ SHARES শেরপুর বিষয়: