ফুলপুরে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১ ময়মনসিংহের ফুলপুরে কাভার্ডভ্যান চাপায় সাকিব (৩৫) ও আজাহারুল সিকদার (৩৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনই ফুলপুর উপজেলার বাসিন্দা। ২৩ নভেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ছনধরা ইউনিয়নের বাশাটী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই যুবক শেরপুর থেকে মোটরসাইকেলে করে ফুলপুর আসছিলেন। পথে ওই এলাকায় শেরপুরগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যান ও চালক আনোয়ার হোসেনকে (৫০) আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান ওসি। Related posts:ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যুবাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি : টাঙ্গাইলের পুলিশ সুপারনেত্রকোনায় ভারতীয় চিনিসহ আটক ৩ Post Views: ২২৮ SHARES সারা বাংলা বিষয়: