বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুষম উন্নয়নে বিশ্বাসী: মেয়র টিটু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২১ ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষম উন্নয়নে বিশ্বাসী। তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের উন্নয়নে ১ হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন। এ থেকে আমরা নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহে বেশি বরাদ্দ দিয়েছি। এ ওয়ার্ডগুলোকে আমরা ঢেলে সাজাতে চাই। নতুন এ ওয়ার্ডগুলোকে মডেল ওয়ার্ড হিসেবেও গড়তে চাই। ২৭ নভেম্বর শনিবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের ৫টি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন। উদ্বোধনকৃত রাস্তাগুলো মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ৫ কিলোমিটার। যা নির্মাণে ৯ কোটি ৩১ লাখ টাকা ব্যয় হবে। মেয়র বলেন, নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহকে পরিকল্পনা মাফিক সাজানোর সুযোগ রয়েছে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পরিকল্পনামাফিক বাড়ি নির্মাণ এবং ড্রেন ও রাস্তার জন্য ছাড়ের মানসিকতা না থাকলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। তিনি আরও বলেন, কোভিড পরিস্থিতি আবির্ভূত না হলে এসব উন্নয়ন কাজ আরও আগে শুরু করা সম্ভব ছিল। ময়মনসিংহ সিটির উন্নয়নে আরও কিছু উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এগুলোর বাস্তবায়ন শুরু হলে অবস্থার আরও পরিবর্তন হবে। উদ্বোধন অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম শফিক, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরিন আক্তার, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল হক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, স্থানীয় রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। Related posts:জামালপুরে ক্লাস চালু রাখায় সৃষ্টি স্কুলকে ৬৫ হাজার টাকা জরিমানাউন্নয়ন সূচকে অনেক ক্ষেত্রে ভারতের চেয়েও এগিয়ে বাংলাদেশ: মির্জা আজমমাগুরায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করলেন সাকিব আল হাসান Post Views: ১৭৭ SHARES সারা বাংলা বিষয়: